ডেস্ক রিপোর্ট: তালায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১৫ মে) সকাল ১১টায় উপজেলার পাটকেলঘাটাস্থ খাদ্য গুদাম চত্বরে এই ধান ও চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন।
এসময় উপস্থিত ছিলেন, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, সরুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল হাই, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান, পাটকেলঘাটা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রেজা, সরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান, মিল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন রঞ্জু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজীব উদ্দৌলার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, কৃষক প্রতিনিধি ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৫০০ মেট্রিক টন। যার মূল্য কেজি প্রতি ৪৫ টাকা এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২১৭ মেট্রিক টন। যার মূল্য কেজি প্রতি ৩২ টাকা।