ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা বিসিক শিল্প নগরীর প্রিয়াংকা নিট গার্মেন্টস পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি।
বুধবার (১৫ মে) বিকালে তিনি প্রিয়াংকা নিট গার্মেন্টস পরিদর্শনকালে নারী উদ্যোক্তা প্রিয়াংকা বিশ্বাস ও কারখানার কর্মচারীদের সাথে বলেন এবং তাদের সমস্যা-সম্ভাবনা সম্পর্কে জানতে চান।
এসময় এমপি সেঁজুতি উদ্যোক্তাদের জন্য সরকারের দেওয়া নানা সুযোগ সুবিধা প্রাপ্তিতে সহযোগিতার আশ্বাস দেন।
প্রিয়াংকা নিট গার্মেন্টসে গেঞ্জি, ট্রাউজার, নকশীকাঁথা, ব্লোলাক-বাটিক, বিভিন্ন ধরনের ব্যাগ উৎপাদনের পাশাপাশি গেঞ্জিসহ অন্যান্য পোষাকে প্রিন্ট করা হয়।
নারী উদ্যোক্তা প্রিয়াংকা বিশ্বাস ২০১৭ সালে মাত্র একটি সেলাই মেশিন দিয়ে প্রতিষ্ঠানটি তৈরি করেন।
নানা প্রতিবন্ধকতা মাড়িয়ে প্রতিষ্ঠানটি সম্মানজনক অবস্থানে পৌঁছেছে।
প্রিয়াংকা নিট গার্মেন্টস পরিদর্শনকালে এমপি সেঁজুতির সাথে ছিলেন আওয়ামী লীগ নেত্রী মোছা. মেহেরুন নেছা।