শুক্রবার , ২৪ মে ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

রোববার সাগর দ্বীপ-খেপুপাড়া উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড়

প্রতিবেদক
Shimul Sheikh
মে ২৪, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়ার মাঝ দিয়ে রোববার (২৬ মে) উপকূলে উঠে আসবে ঘূর্ণিঝড়। এরআগে, শনিবার (২৫ মে) মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে, যার নাম হবে রিমাল (Re-Ma)।

শুক্রবার (২৪ মে) ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী ড. ডিএ পত্তানায়েক জানিয়েছেন, ২৬ মে সন্ধ্যা ৬টার দিকে ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ ও পটুয়াখালীর খেপুপাড়ার মাঝ দিয়ে উপকূলে ওঠে আসবে। উপকূলে আঘাত হানার সময় এটির কেন্দ্রের গতিবেগ ওঠে যাবে ১৩০ কিলোমিটার পর্যন্ত।

এদিকে, বাংলাদেশের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে
একই এলাকায় অবস্থান করছে। এটি শুক্রবার (২৪ মে) দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮০৫ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪০ কি.মি. দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৬৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কি.মি., যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কি.মি. পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তালিবানের শাসনে আফগানিস্তানে পপি চাষ কমেছে ৯৫ শতাংশ: জাতিসংঘ

নতুন করে ১১৪ জনসহ ২২৯ বিজিপি সদস্য বাংলাদেশে

দুর্নীতি অভিযোগে বিআরটিসির ৩৭ কর্মকর্তা-কর্মচারীর অ্যাকাউন্ট ফ্রিজ

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন ‘অ্যাকশনে’ যেতে, বাহিনীর সদস্যরা নির্বিকার

কলারোয়া সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

বিয়ে নিয়ে ভাবছেন ‘ম্যাডাম ফুলি’র সিমলা, খুঁজছেন পাত্র

তফসিল ঘোষণা: জেলায় জেলায় আ. লীগের খুশি, বিএনপির রোষ

সাতক্ষীরা পৌরসভার পানির বিল তিনগুণ বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন

মুন্সিগঞ্জে ট্রলারডুবি: পাঁচজনের সন্ধান মেলেনি এখনও

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমল

error: Content is protected !!