শুক্রবার , ১২ মে ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

জমি নিয়ে বিরোধ: কাটাকাটি-হাতাহাতির পর হৃদরোগে একজনের মৃত্যু

প্রতিবেদক
the editors
মে ১২, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির সময় হাতাহাতিতে লিপ্ত হওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে রুহুল আমিন (৫০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাতক্ষীরা পৌরসভার কুখরালী গাজী পাড়া এলাকায় এঘটনা ঘটে।

রুহুল আমিন কুখরালী এলাকার গাজীপাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে রুহুল আমিনের সাথে তার চাচাতো ভাই হাশেম গাজীর বিরোধ চলছিল। রাত ৯টার দিকে ঈদগাহ মোড় এলাকায় ক্যারাম বোর্ড
খেলা দেখছিলেন রুহুল আমিন। এসময় হাশেম গাজীও ওই স্থানে ছিলেন। সেখানে জমির বিরোধ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রুহুল আমিন হাশেম গাজীকে একটি ঘুষি মারেন। বাবার গায়ে ঘুষি মারায় পাশে দাড়িয়ে থাকা হাশেম গাজীর ছেলে ইয়াসিন গাজী রুহল আমিনের বুকে ঘুষি মারেন। এতে অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন । পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে রুহুল আমিনের মৃত্যু হয়।

এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, মরদেহের ময়নাতদন্ত হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!