সোমবার , ৩ জুন ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি: সৌম্য

প্রতিবেদক
Shimul Sheikh
জুন ৩, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে গেছে। বাংলাদেশের বিশ্বকাপ যদিও শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে।
তবে টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্সের যা অবস্থা, তাতে খুব বেশি প্রত্যাশা হয়তো থাকবে না সমর্থকদের। কিন্তু বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বড় স্বপ্ন দেখছেন সৌম্য সরকার।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবির ধারাবাহিক ‘দ্য গ্রিন অ্যান্ড রেড স্টোরির’ এবারের পর্বে কথা বলেছেন সৌম্য। বিসিবির ফেসবুকে পেইজে প্রকাশিত সেই ফিডিওতে এই বাঁহাতি ব্যাটারকে বলতে শোনা যায়, ‘আমি সবসময় বড় স্বপ্ন দেখি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলবো ফাইনাল খেলবো। ‘

‘এরপর বাকি সব নির্ভর করবে মাঠে ভালো খেলতে পারবো কি না তার ওপর। কিন্তু স্বপ্ন বড় দেখতে হবে। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। আগের দুই বিশ্বকাপে ভালো করতে পারিনি। এবারেরটা স্মরণীয় করে রাখতে চাই। ‘

২০১৬ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিলেন সৌম্য। এবার নিয়ে এই ফরম্যাটে নিজের চতুর্থ বিশ্বকাপ খেলবেন এই বাঁহাতি। তবে বিশ্বকাপে খেলার রোমাঞ্চ এখনও আগের মতোই বলে জানালেন তিনি, ‘বিশ্বকাপ খেলা স্বপ্নের মতো। প্রথম বিশ্বকাপ খেলার সময় যেমন, এবারও তেমন রোমাঞ্চ কাজ করবে। চেষ্টা করবো ২০২৪ সালটা স্মরণীয় করে রাখার। পাশাপাশি দলকে ভালো জায়গায় নিতে চাই। ‘

সৌম্যর মতে বাংলাদেশ দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রয়েছে, যা বিশ্বকাপে কাজে দেবে। তিনি বলেন, ‘সাকিব ভাই ও রিয়াদ ভাইয়ের মতো অভিজ্ঞরা রয়েছেন। আমরা যারা দীর্ঘদিন ধরে খেলছি তারাও আছি। সবার অভিজ্ঞতা একত্রিত করে খেলতে পারলে ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারবো। ‘

বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি অবশ্য ভালো হয়নি। আসরের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে। এরপর ভারতের কাছে পাত্তাই পায়নি শান্তবাহিনী। এবার আসল লড়াইয়ের পালা। ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এরপর ১০ জুন তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে তাদের পরবর্তী দুই ম্যাচ যথাক্রমে নেদারল্যান্ডস (১৩ জুন) ও নেপালের (১৭ জুন) বিপক্ষে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!