সুলতান শাহাজান/এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের পদ্মপুকুরে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে ব্যবহৃত আস্ত ইট হাত দিয়ে চাপ দিলেই অর্ধেক হয়ে যাচ্ছে। এ যেন ম্যাজিক!
জানা গেচে, উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন পাখিমারা থেকে চৌদ্দরশি ব্রিজ পর্যন্ত ডাবল ইটের সোলিংয়ের রাস্তা নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের আমা ইট। সেই সাথে ব্যবহার করা হচ্ছে কালো কাদাযুক্ত ভরাট বালু।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার কাজ তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কারো দেখা মিলছে না সাইটে। রাস্তার অর্ধেক কাজ সম্পন্ন হলেও এখন পর্যন্ত টানানো হয়নি সাইনবোর্ড। এ সুযোগ কাজে লাগিয়ে ঠিকাদার আশরাফ হোসেন দায়সারাভাবে কাজটি সম্পাদনের পাঁয়তারা করছেন।
স্থানীয়রা বলছেন, রাস্তার কাজে দরপত্রের নিয়ম মানা হচ্ছে না। এসব বিষয়ে ঠিকাদারের লোকজনকে বলেও কোনো কাজ হচ্ছে না।
স্থানীয় বাসিন্দা আবু রায়হান বলেন, এক গাড়ি ভালো ইট এনে, ১২ গাড়ি খারাপ ইট দিয়ে ঠিকাদার কাজ চালিয়ে যাচ্ছে। যে ইট দিচ্ছে তা বৃষ্টিতে ধুয়ে যাবে। এক বছরও টিকবে না।
স্থানীয় বাসিন্দা জি এম আবুল কাশেম বলেন, গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়নের প্রধান সড়কটি এলাকাবাসীর দীর্ঘ দিনের চাওয়া। সেই রাস্তায় নয়ছয় করে কাজ করলে আমরা মেনে নেব না। ভালো মানের ইট দিয়ে রাস্তা করলে আমরা সহযোগিতা করবো।
পাতাখালী এলাকার মাসুম বিল্লাহ বলেন, গতকাল চেয়ারম্যান কাজ বন্ধ করার পরেও মঙ্গলবার পুনরায় সেই নিম্নমানের ইট দিয়ে তড়িঘড়ি করে সোলিং করা হচ্ছে এবং ভরাট বালু দিয়ে ঢেকে দেয়া হচ্ছে। চার নম্বর আমা ইট দিয়েই কাজ হচ্ছে। তাহলে বন্ধ করে লাভ কী হল?
পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ বলেন, রাস্তায় নিম্ন মানের ইট ব্যবহার হচ্ছে জেনে উপর মহলে কথা বলে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছিলাম।
এ বিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ জানান, বিষয়টি আমরা জেনেছি। সেখানে লোক পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আতাউল হক দোলনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।