রবিবার , ৯ জুন ২০২৪ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার দুইয়ে দুই

প্রতিবেদক
Shimul Sheikh
জুন ৯, ২০২৪ ৯:৫৬ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় ইংল্যান্ডের বিপক্ষে দুইশর বেশি রান করল অস্ট্রেলিয়া। পরে তাদের বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই রান ডিফেন্ড করলেন দারুণভাবে।
দলীয় পারফরম্যান্সে ভর করে টানা দ্বিতীয় জয় তুলে নিল অজিরা। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় জয়। এর আগের জয়টি ২০০৭ বিশ্বকাপের।

২০২৪ বিশ্বকাপের গ্রুপ বি-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংলিশদের ৩৬ রানে হারিয়েছে মার্শবাহিনী। আগে ব্যাট করে ৭ উইকেট ২০১ রান করে অস্ট্রেলিয়া। এবারের আসরে অজিরাই প্রথম দল যারা দুইশ ছাড়াল। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে পারে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো অজিরা। আর দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সুপার এইটে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ ইংল্যান্ডের।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা দারুণ হয়েছিল ইংল্যান্ডের। দুই ওপেনার ফিলিপ সল্ট ও জস বাটলার মিলে গড়েছিলেন ৭১ রানের জুটি। বলের সঙ্গে পাল্লা দিয়েই রান তুলেছেন তারা। ২৩ বলে ৩৭ রান করে অষ্টম ওভারের প্রথম বলে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বলে বোল্ড হন সল্ট। তবে অন্যপ্রান্তে বাটলার খেলছিলেন সাবলীলভাবেই।

বাটলার ছুটছিলেন ঝোড়ো ফিফটির পথে। কিন্তু অতদূর যেতে পারেননি। ২৮ বলে ৪২ রান করে তিনিও শিকার হন জাম্পার। এই দুই আঘাতের পর কার্যত খেই হারিয়ে ফেলে ইংলিশরা। মাঝে উইকেট জ্যাকস (১০), জনি বেয়ারস্টো (৭) বিদায় নিলে বিপর্যয়ে পড়ে যায় তারা। যা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাটলারবাহিনী।

শেষদিকে মঈন আলীর ১৫ বলে ২৫ রান ও হ্যারি ব্রুকের ১৬ বলে ২০ রানের ছোট দুই ক্যামিও তাই হারের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি। বল হাতে অস্ট্রেলিয়ার জাম্পা ও প্যাট কামিন্স ২টি করে এবং হ্যাজলউড ও স্টইনিস ১টি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। কিন্তু তাদের সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন অজি ব্যাটাররা। দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার মিলে ৫ ওভারেই তুলে ফেলেন ৭০ রান। পঞ্চম ওভারের শেষ বলে আউট হন ওয়ার্নার। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর বলে বোল্ড হওয়ার আগে ১৬ বলে ৪ ছক্কায় ও ২ চারে ৩৯ রান করেন অজি ওপেনার।

ওয়ার্নারের পর বেশিক্ষণ টিকতে পারেননি হেড। ষষ্ঠ ওভারে ইংলিশ ফাস্ট বোলার জফরা আর্চারের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। হেডের ব্যাট থেকে আসে ১৮ বলে ৩৪ রানের ইনিংস। তবে সেখান থেকে অজি অধিনায়ক মিচেল মার্শ ও চারে নামা গ্লেন ম্যাক্সওয়েল মিলে গড়েন আরও এক দারুণ জুটি, যা থামে দলীয় ১৩৯ রানে।

২৫ বলে ৩৫ রান করে মার্শ যখন ফেরেন, তখনও ওভারপিছু প্রায় দশ করে রান ছিল অস্ট্রেলিয়ার। সেই ধারা বজায় ছিল ম্যাক্সওয়েল (২৫ বলে ২৮ রান) ফিরে যাওয়ার পরও। শেষদিকে মার্কাস স্টইনিসের ১৭ বলে ৩০ ও ম্যাথু ওয়েডের ১০ বলে অপরাজিত ১৭ রানের ইনিংসে ভর করে ২০০ ছাড়ায় অস্ট্রেলিয়া।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গাবুরায় বাঁধ রক্ষাকারী চরের গাছ কাটছে এলাকাবাসী, খবর পেয়ে বন্ধ করলেন এসিল্যান্ড

বিশ্ব ইজতেমা এবার হবে দুই ময়দানে, আসছে বড় পরিবর্তন

কলকাতার সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে মরদেহের টুকরো উদ্ধার

কোমল পানীয় ভেবে কীটনাশক পান!

মৎস্যজীবী লীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন

গাজীপুরে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু, আহত ৪

মোংলায় ভ্যান চালক আল আমিন হত্যা মামলার আসামি হেলাল আটক

দেশে বছরে ৬৫ হাজার শিশুর মৃত্যু হয়: স্বাস্থ্যমন্ত্রী

কয়রায় ক‌মিউ‌নি‌টি ক্লি‌নি‌কের বিদ‌্যুৎ সং‌যোগ বি‌চ্ছিন্ন, দু‌র্ভোগ চরমে

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মোশারফ সভাপতি, সালাম সম্পাদক

error: Content is protected !!