সুলতান শাহাজান/এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে আত্মসমর্পণ করা ৫৬ জন বনদস্যুর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে র্যাব-৮।
বুধবার (১২ জুন) বেলা ১২টায় মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ডে র্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষে এএসপি রেজাউল করিম আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে উপহার সামগ্রী হস্তান্তর করেন।
এসময় ৫৬ জন বনদস্যুর মাঝে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, বাদাম, কিসমিস, জিরা, মসলা ও পেঁয়াজসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকৃত বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সংশ্লিষ্ট আদালত কর্তৃক নিষ্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।