সোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ভারতে সর্বোচ্চ আয়কারী হিন্দি সিনেমা ‘জওয়ান’

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৯:২৭ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক: বলিউডের বক্স অফিসে রেকর্ড গড়ে শীর্ষ স্থানটি দখল করে নিলো শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’। মুক্তির মাত্র ১৭ দিনেই ভারতে এর কালেকশন ছাড়িয়েছে ৫৪৬ কোটি রুপি।

এর আগে সর্বোচ্চ কালেকশনের রেকর্ডটি ছিল শাহরুখ খানের আরেক সিনেমা ‘পাঠান’র দখলে। চলতি বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া এই সিনেমা ভারতে ৫৪৩ কোটি রুপি কালেকশন করেছিল। সেই অংককে মাত্র ১৭ দিনেই টপকে গেলো অ্যাটলি কুমার নির্মিত সিনেমাটি।

মুক্তির পর থেকেই বিভিন্ন রেকর্ড গড়ে চলেছে ‘জওয়ান’। যেমন- সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন (৭৫ কোটি রুপি), সর্বোচ্চ এক দিনের কালেকশন (৮০ কোটি রুপি) ও সর্বোচ্চ ওপেনিং উইক (৩৮৯ কোটি রুপি)। শুধু তাই নয়, এটি এখন সবচেয়ে দ্রুত সময়ে যথাক্রমে ১০০, ২০০, ৩০০, ৪০০ ও ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করা হিন্দি সিনেমা।

এদিকে, বিশ্বব্যাপী কালেকশনেও নতুন নজির তৈরি করেছে ‘জওয়ান’। কম সময়ে ৪০ মিলিয়ন ডলার কালেকশন করেছে এটি। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত নাগাদ সিনেমাটির বৈশ্বিক কালেকশন দাঁড়ায় ৯৮৯ কোটি রুপিতে। অর্থাৎ রোববারই (২৪ সেপ্টেম্বর) এটি হাজার কোটির সদস্য হয়ে যাচ্ছে।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। আরও অভিনয় করেছেন বিজয় সেথুপতি, প্রিয়ামনি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ। এছাড়াও অতিথি চরিত্রে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!