এম জুবায়ের মাহমুদ: শ্যামনগরের নওয়াবেঁকীতে ফের পেরিফেরিভুক্ত জায়গায় অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এতে নৌপথে নিয়ে আসা পণ্য লোড আনলোডে মারাত্মক দুর্ভোগের শংকা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
অভিযোগ, বিড়ালাক্ষী গ্ৰামের আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি বাজারের ভেড়া মার্কেট সংলগ্ন স্লুইচ গেটের পাশে এই স্থাপনা নির্মাণ করছেন। পেরিফেরিভুক্ত জায়গায় আরসিসি পিলার দিয়ে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করা হলেও স্থানীয় ভূমি অফিস রয়েছে নীরব ভূমিকায়।
অভিযোগ রয়েছে, স্থানীয় ভূমি অফিসের সাথে আঁতাত করেই এই স্থাপনা নির্মাণের কাজ করছে তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন মুদি ব্যবসায়ী জানান, যেখানে ঘর তৈরি করা হচ্ছে ওই জায়গা দিয়ে খুলনা থেকে আসা মালামাল লোড আনলোড করা হয়। ঘর তৈরি করলে বিশাল সমস্যায় পড়তে হবে ব্যবসায়ীদের।
এ বিষয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারী আমিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার জমির কাগজ রয়েছে। তাই ঘর তুলছি।
তবে, এ ব্যাপারে স্থানীয় ভূমি কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায় ।