রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুদানে হাসপাতালে ড্রোন হা ম লা য় নি হ ত ৭০

প্রতিবেদক
Shimul Sheikh
জানুয়ারি ২৬, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক : সুদানে একটি হাসপাতালে ড্রোন হামলায় ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে। গত শুক্রবারের (২৪ জানুয়ারি) এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা যায়।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, সুদানের দারফুরের এল-ফাশার অঞ্চলের সর্বশেষ যেকয়েকটি হাসপাতাল কার্যকর রয়েছে তার একটিতেই এই ড্রোন হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে। হাসপাতালে হামলার পর প্রাথমিকভাবে ৩০ জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে পৌঁছায়।

তবে আঞ্চলটির গভর্নর মিনি মিনাউই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রক্তাক্ত মৃতদেহের ছবি পোস্ট করে লিখেছেন, এই হামলায় নারী ও শিশুসহ ৭০ জনেরও বেশি রোগীকে হত্যা করা হয়েছে।

সুদানে দেড় বছরেরও বেশি সময় ধরে আধাসামরিক বাহিনী আরএসএফের সঙ্গে যুদ্ধ করছে দেশটির সেনাবাহিনী। ঠিক কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

২০২৩ সালের ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে সংঘাত শুরু হয়। সেই সময় থেকে দারফুরের প্রায় পুরো বিস্তীর্ণ পশ্চিমাঞ্চল দখল করে নিয়েছে আরএসএফ। এছাড়া আরএসএফ গত বছরের মে মাস থেকে উত্তর দারফুর প্রদেশের রাজধানী এল-ফাশারও অবরোধ করে রেখেছে।

দুই বাহিনীর এ লড়াইয়ে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া লাখ লাখ মানুষ বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

দেশটির সরকারি পরিসংখ্যান অনুসারে, সংঘাতের কারণে দেশটির প্রায় ৮০ শতাংশ পর্যন্ত স্বাস্থ্যসেবা অবকাঠামো তাদের পরিষেবা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!