ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় শুরু হওয়া সড়ক ও জনপথ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রথম দিনই ঘটে গেছে এক বিপত্তি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোমবার (১ জুলাই) উচ্ছেদকারীরা সকল স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদকালে শহরের ইটাগাছার ভিসা সেন্টারের সামনে সড়কের পাশেই রাখা একটি মূল্যবান স্কেভেটর (ক্যাট ৫) বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে।
সড়কের পাশেই অন্যান্য বাস ট্রাকের মতো স্কেভেটরটি রাখা হলেও তা ভেঙে দেওয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
জানা গেছে, স্কেভেটরটির মালিক মেসার্স অরোরা এন্টার প্রাইজের মো. রবিউল ইসলাম। যার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
স্কেভেটরটি ভাঙার সময় রবিউল ইসলামের ভাই জাকির হোসেন ও মনিরুজ্জামান বাধা দিলেও শোনেননি উচ্ছেদকারীরা।
এ বিষয়ে মেসার্স অরোরা এন্টার প্রাইজের ম্যানেজার আব্দুস সামাদ বলেন, স্কেভেটরটি ভেঙে দেওয়ায় প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিবাদী করে ক্ষতিপূরণ মামলার প্রস্তুতি নিচ্ছি।