রবিবার , ৭ জুলাই ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্রদ্ধা ও ভালোবাসায় কবি সিরাজুল ইসলামকে স্মরণ

প্রতিবেদক
the editors
জুলাই ৭, ২০২৪ ২:২৫ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: শ্রদ্ধা ও ভালোবাসায় সাতক্ষীরার বিশিষ্ট কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলামকে স্মরণ করেছেন তার সতীর্থরা।

শনিবার (৬ জুলাই) বিকালে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি আয়োজিত স্মরণ সভায় তার স্মৃতিচারণ করেন তারা।

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির হলরুমে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দীন হাশেমী তপু ও ছড়াকার আহমেদ সাব্বির এর সঞ্চালনায় সবায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল।

স্বরচিত কবিতা পাঠ করেন দিলরুবা রোজ এবং দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক ও উদীচী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসু দেব বসু, কবি কিশোরী মোহন সরকার, কবি ও সংগঠক পলটু বাসার, কবি গাজী শাহজাহান সিরাজ, কবি শুভ্র আহমেদ, কবি সালেহা আক্তার, আওয়ামী লীগ নেতা শেখ হারুন উর রশিদ, সঙ্গীত শিল্পী আবু আফফান রোজবাবু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, সিরাজুল ইসলাম পত্নী নেলী আফরীন, প্রয়াত কবির ছোট ভাই মিজানুর রহমান ও তসনীমুর রহমান ববি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক গাজী আবুল কাশেম, কবি শহিদুর রহমান, সুরেশ পান্ডে, কবি মনিুরজ্জামান মুন্না, আমিনুর রশিদ, নিশিকান্ত ব্যানার্জী, তৃপ্তি মোহন মল্লিক, রফিকুল ইসলাম, অধ্যাপক আশুতোষ সরকার, কবি স ম তুহিন, আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু, মন্ময় মনির, আওয়ামী লীগ নেতা শিমুন শামস, সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, পাবলিক লাইব্রেরির সৈয়দ আমিনুর রহমান, কবি প্রাণকৃষ্ণ সরকারসহ প্রায় শতাধিক কবি- সাহিত্যিক ও সংস্কৃতিকর্মী।

বক্তারা বলেন, কবি ও সাহিত্যিক সিরাজুল ইসলাম সাহিত্য জগতের এক উজ্জল নক্ষত্র ছিলেন। তাঁর অকাল প্রয়াণে সাতক্ষীরাসহ দেশবাসী এক স্বচ্ছ সাদা মনের মেধাবী সাহিত্যিককে হারালো। তাঁর শূন্যস্থান কোনোদিন পূরণ হবার নয়। তিনি তাঁর লেখনীর মাধমে কবি ও সাহিত্যিকদের মনের মনিকোঠায় স্মরণীয় হয়ে থাকবেন।

সভায় জানানো হয়, তাকে নিয়ে আগামীতে কবি শুভ্র আহমেদের সম্পাদনায় বৃহৎ কলেবরে স্মারকগ্রন্থ প্রকাশ ও শোক সভা আয়োজন করা হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!