ডেস্ক রিপোর্ট: দিনভর নানা কর্মসূচির মধ্যদিয়ে রেডিও নলতা’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৩ জুলাই) বিকালে রেডিও নলতা স্টেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্টেশন ম্যানেজার প্রভাষক সেলিম শাহারিয়ারের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নলতা হাসপাতালের সুপার ডা. আবুল ফজল মাহমুদ বাপ্পি।
বিশেষ অতিথি ছিলেন নলতা হাসপাতালের প্রস্থেটিক ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন, কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সাংবাদিক ইশারাত আলী, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, রেডিও নলতার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ মামুন হোসেন, টেকনিক্যাল ইনচার্জ মোঃ সাব্বির হোসেন, প্রোগ্রাম প্রডিউসার প্রতিমা রানী, হেড অফ নিউজ রাশিদা আক্তার, হিসাব রক্ষক আখতারুজ্জামান মিলন, উদীচীর সাধারণ সম্পাদক শান্তি চক্রবর্তী, কবি আলি সোহরাব প্রমুখ।
সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ জুলাই সাতক্ষীরা জেলার একমাত্র কমিউনিটি হিসেবে রেডিও নলতা ৯৯.২ এফএম যাত্রা করে।