শহীদুজ্জামান শিমুল: ’কৃষিই সমৃদ্ধি ফলই বল’ এই প্রতিপাদ্যে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে উদ্যান ফসল চাষাবাদ ও মাটির সুরক্ষা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ মো.আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিউট-বিনা সাতক্ষীরা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. বাবুল আক্তার, সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন, কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার ওয়াসীম আহম্মেদ, বিনা সাতক্ষীরা’র বৈজ্ঞানিক কর্মকতা মো. মশিউর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার অমল কুমার ব্যানার্জী প্রমুখ।
বক্তারা বলেন, মানুষকে সুস্থ থাকতে ফল খাওয়ার বিকল্প নেই। প্রতিটি মানুষের দৈনিক ৫০০ গ্রাম ফল খাওয়া প্রয়োজন। আমরা বাড়ির আঙ্গিনায় একটি করে ফল গাছ লাগালে সারা বছর ফল খেতে পারবো এবং পরিবারের চাহিদা মিটিয়ে সেখান থেকে আর্থিকভাবে উপার্জন করতে পারবো। সে জন্য দরকার সঠিক জাতের চারা নির্বাচন করা।
এসময় বক্তারা বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গাতে ফল গাছ লাগানোর পরামর্শ দেন।