ডেস্ক রিপোর্ট: মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সহায়তায় পরিচালিত সাতক্ষীরা ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের মাসিক সভা রোববার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় উত্তরণ’র সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন নেটওয়ার্কের সদস্য প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর ড. দিলারা বেগম, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রফেসর পবিত্র মোহন দাস, অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, সাংবাদিক মিজানুর রহমান, প্রফেসর এম ইদ্রিস আলী, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট রঘুনাথ মন্ডল, সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, সাকিবুর রহমান বাবলা, এসএম বিপ্লব হোসেন, রুহুল আমিন, আব্দুস সামাদ প্রমুখ।
সভায় ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে অস্বাভাবিক মৃত্যুর হার দিগুণ (ফেব্রুয়ারি ১৩টি, মার্চ ২৬টি) হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
এছাড়া সাতক্ষীরার ৫ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি সম্বলিত প্রেস বিজ্ঞপ্তি এবং এ বিষয়ে সাতক্ষীরায় সাংবাদিকদের মানববন্ধন, সাতক্ষীরার আমচাষী, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি, ভেজাল ও ধুলাবালি মিশ্রিত খাদ্য বেচা কেনা নিয়ে ক্যাবের সাথে আলোচনা করা, নিয়মিত বাজার মনিটরিংসহ ভোক্তা অধিকার বিষয়ে আলোচনা করা হয়।
সভা পরিচালনা করেন নেটওয়ার্কের সদস্য সচিব অ্যাড. মুনিরুদ্দীন।