Tuesday , 20 August 2024 | [bangla_date]
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় বিক্ষোভ, আর এইচএসসি পরীক্ষায় বসতে চায় না শিক্ষার্থীরা

প্রতিবেদক
admin
August 20, 2024 2:47 pm

মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার বাকীগুলো বাতিল করে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) শহরের খুলনা রোড মোড়ে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করে তারা। পরে মিছিল নিয়ে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয় আন্দোলনকারীরা।

এসময় তারা এইচএসসি পরীক্ষার বাকীগুলো বাতিল করে বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের মাধ্যমে দ্রুত ফলাফল ঘোষণার দাবি জানান।

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ফারিয়া আক্তার ও জান্নাতুল ফেরদৌস বলেন, পরীক্ষা যেখানে ২ মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, সেখানে ৬ মাস কেটে যাচ্ছে। তবুও শেষ হচ্ছে না। আসন্ন ভর্তি পরীক্ষার জন্য আমরা পর্যাপ্ত সময় পাব না। সেশনজটের কারণে ২০২৫-২৬ শিক্ষাবর্ষও ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া কোটা আন্দোলনে অংশ নিয়ে আমাদের অনেক ভাই বোন হাসপাতালে ভর্তি আছে। তারা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত নয়। আমরা আর পরীক্ষায় বসতে চাই না। বিকল্প উপায়ে মূল্যায়ন পূর্বক ফলাফল ঘোষণা করা হোক।

পরে শিক্ষার্থীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

সর্বশেষ - জাতীয়