ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে দুই কেজি আইস (ক্রিস্টাল মেথ), দুই বোতল এলএসডি ও চার বোতল বিদেশি মদসহ মোঃ ইমন (২৩) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৩০ আগস্ট) মধ্যরাতে উপজেলার রাজপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ ইমন (২৩) রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, অবৈধভাবে মাদক পাচার করে আনার গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের এবং নায়েক হরমুজ এর নেতৃৃত্বে একটি দল রাজপুর সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যরা ওই এলাকা থেকে মোঃ ইমনকে আটক করে। পরবর্তীতে তাকে তল্লাশী করে তার ব্যাগ থেকে দুই কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস), দুই বোতল এলএসডি ও চার বোতল মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে আটক ইমনের বিরুদ্ধে কলারোয়া থানায় দুটি মাদক মামলা রয়েছে।