মঙ্গলবার , ২ মে ২০২৩ | ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

প্রতিবেদক
the editors
মে ২, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ

মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে মুক্তা পারভীন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।

সোমবার (২ মে) বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খায় সে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

মুক্তা পারভীন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঘোনা-মাঘরী গ্রামের সামছুর রহমানের মেয়ে ও নলতা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী।

তবে, কি কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার ময়না তদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image