ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া জেএস মাধ্যমিক বিদ্যালয়ে সফট স্কিলস কমিউনিকেশন অ্যান্ড আইটি ইনস্টিটিউটের উদ্যোগে ইংরেজি রচনা ও বুদ্ধিবৃত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বাবুলিয়া জে এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) চৌধুরী নাজনীন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রমেশ চন্দ্র ঘোষ, সফট স্কিলস কমিউনিকেশন অ্যান্ড আইটি ইনস্টিটিউট ও সাইফুর’স সাতক্ষীরা শাখার পরিচালক ইমরান হোসেন ও সাইফুর’স সাতক্ষীরা শাখার ম্যানেজার আসাদুজ্জামান আসাদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক প্রসাদ কুমার বিশ্বাস, কাজী জাহিদুর রহমান, পলাশ চন্দ্র মন্ডল, গোপাল চন্দ্র সেন, আব্দুল জলিল, মো. রফিকুল ইসলাম, মোছা. মর্জিনা খাতুন, রাইহান, শেখ মতিউর রহমান, নাজমা সুলতানা, মো. কামাল উদ্দিন, মো. মেহেদী হাসান প্রমুখ।
রচনা প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ইংরেজিতে কথা বলা শেখার গুরুত্ব ও কম্পিউটারে দক্ষতা অর্জনের গুরুত্ব।
মোট তিনটি ধাপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম ধাপে আজ রচনা ও বুদ্ধিবৃত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। দ্বিতীয় ধাপে ইংলিশ স্পোকেন প্রতিযোগিতা ও তৃতীয় ধাপে প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।