মঙ্গলবার , ২৮ নভেম্বর ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দীপুর অভিষেক

প্রতিবেদক
the editors
নভেম্বর ২৮, ২০২৩ ৯:৫০ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: দু দলের জন্য শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের পথচলা। নিউজিল্যান্ডের স্বপ্নটা যেখানে আকাশ ছোঁয়া, বাংলাদেশ খুঁজে ফিরছে ঘরের মাঠের জয়।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৯ ম্যাচে কেবল একটিতেই তারা জিতেছে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এ ম্যাচ দিয়ে টেস্ট ফিরছে পাঁচ বছর পর। ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তর। প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এ ম্যাচে বাংলাদেশ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না। তাদের মধ্যে আছেন অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক লিটন দাস। শান্তর জন্য তাই খুলে গেছে নেতৃত্বের দরজা।

টেস্ট অভিষেক হচ্ছে শাহাদাৎ হোসেন দীপুর। অনেকদিন ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে রান করায় তাকে নিয়ে আশা ছিল অনেকদিনের। এর আগে একটি সিরিজে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি। এখন অবধি ২২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন দীপু, ২ সেঞ্চুরিতে ১৩৮৩ রান করেছেন তিনি।

বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, শাহাদাৎ হোসেন, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ডের একাদশ : টম লাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারল মিচেল, টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, টিম সাউদি (অধিনায়ক), এজাজ প্যাটেল

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!