সুলতান শাহাজান, শ্যামনগর: ছাত্র-জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ আগস্ট) বিকালে শ্যামনগর চৌরাস্তা মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্যামনগরের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
এসময় শ্যামনগর চৌরাস্তা মোড়ে অবস্থান নিয়ে ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাসুম বিল্লাহ, মোঃ রুহুল আমিন, জাহিদ হাসান, শরিফুল ইসলাম, বিলকিস আক্তার, হাবিবুল্লাহ আল মামুন, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশনের সহকারী পরিচালক হাবিবুল্লাহ আল মামুন, উৎসর্গ সোসাইটির সভাপতি গাজী আব্দুর রউফ, শ্যামনগর ব্লাড ব্যাংকের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিক প্রমুখ অংশ নেন।
বক্তারা আন্দোলনে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, যাদের রক্তের বিনিময়ে এই বিপ্লব সফল হয়েছে, তাদের রক্ত যাতে বৃথা না যায় সেলক্ষ্যে ছাত্রসমাজ বদ্ধপরিকর।