ডেস্ক রিপোর্ট: ‘প্রকল্প থেকে রাজস্ব খাতে নয়’ এই স্লোগানে শিক্ষা ভবন, ঢাকায় উপবৃত্তি প্রকল্প থেকে মানবিক বিবেচনায় রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে পৃথক মানববন্ধন করেছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খুলনা অঞ্চলের মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্যামল কুমার দাশের সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিব্যেন্দু সরকার, কাবিজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. ইয়াহিয়া ইকবাল, আলতাফ হোসেন প্রমুখ।
একই সময়ে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দীন’র সভাপতিত্বে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান, সিনিয়র শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ, মো. রবিউল ইসলাম ও ওয়াহিদা ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক অফিসারগণ প্রকল্পে নিয়োগ, প্রকল্প শেষে তাদের চাকরী থাকার কথা না, তারা পিএসসি বা সরাসরি নিয়োগপ্রাপ্ত নন। সরকারি বদান্যতায় তারা রাজস্ব খাতে এসে এখন জেলা শিক্ষা অফিসার পদে নিয়োগের আবদার করছে। কিন্তু এটা বিধি সম্মত না, অধিদপ্তরে এটা নিয়ে কথা কাটাকাটিতে সরকারি স্কুলের শিক্ষকদের তারা মারধর করেছে। এটা মেনে নেওয়া হবে না।