স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আগামী ১ সেপ্টেম্বর ছাত্রসমাবেশের আয়োজন করবে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সেই ছাত্রসমাবেশ সফল করতে যশোরে পাল্টা প্রস্তুতি সভা করেছে শোকজ নোটিশ পাওয়া ছাত্রলীগের ১০ নেতা।
রোববার দুপুর ১২টায় গাড়িখানা রোডে জেলা আ’লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রনি হাওলাদার, আব্দুর রউফ পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, আসাদুজ্জামান আসাদ, আশিকুর রহমান হৃদয়, মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, রাকিবুল আলম, ফাহমিদ হুদা বিজয় প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কায়েস আহমেদ রিমু।
এ সময় নেতারা তাদের শোকজ করার বিষয়ে মন্তব্য করে বলেন, সভাপতি সম্পাদক পরিকল্পিতভাবে তাদেরকে শোকজ করেছে। কোনো মাদকসেবী, বিএনপি-জামায়াতের আশ্রয় প্রশয় দাতার চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত তারা মানেন না। তারা জেলা আ’লীগের সভাপতি সম্পাদকের নেতৃত্বে সর্ববৃহৎ ছাত্রসমাবেশে বিশাল মিছিল নিয়ে উপস্থিত হওয়ার কথা ব্যক্ত করেন।