ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ঋত্বিকা (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা হাইস্কুল সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ঋত্বিকা ওই এলাকার ষষ্টির মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে ঋত্বিকা ঝাউডাঙ্গা বলফিল্ড সংলগ্ন রাস্তা পার হচ্ছিল। এসময় ঝাউডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।