ডেস্ক রিপোর্ট: টাকা তোলা হলো বন্যার্তদের জন্য। আর খরচ করা হলো বিএনপি অফিস সংস্কারের জন্য। আবার, হাত বদলে ঊর্ধ্বতন নেতার কাছে টাকা পৌঁছানোর পথেও হাওয়া হয়ে গেল কিছু অংশ। ঠিক এমনই অভিযোগ উঠেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ও ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে।
অভিযোগ, বন্যা দুর্গতদের জন্য উত্তোলনকৃত অর্থ নয় ছয় করা হয়েছে। ব্যবহার করা হয়েছে নেতাদের পকেটমানি হিসেবে।
প্রায় চার সপ্তাহ আগে ফেনী ও কুমিল্লাসহ তদসংলগ্ন এলাকায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহাযার্থে এই নগদ অর্থ সংগ্রহ করেছিল শ্যামনগর উপজেলা বিএনপি ও এর অন্তর্গত ইউনিটসমূহ।
সূত্র মতে, বন্যার জন্য এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করে বিএনপি। একই সাথে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অর্থ বন্যার্তদের জন্য দলের ত্রাণ ফান্ডে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
এই নির্দেশনা পেয়ে শ্যামনগর উপজেলা বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বন্ধ রেখে ইউনিয়ন নেতৃবৃন্দকে বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহের নির্দেশনা দেন।
জানা গেছে, উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়ন বিএনপির নেতা নুর ইসলাম, রেজাউল মোল্যা, মোজাম মোল্যা ও ফজলুল হক তাদের এলাকা থেকে বন্যার্তদের জন্য ৩২ হাজার তিনশ টাকা সংগ্রহ করেন। পরে তারা আদায়কৃত অর্থের ১২ হাজার তিনশ টাকা স্থানীয় বিএনপি অফিস মেরামতের জন্য রেখে বাকী ২০ হাজার টাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান কবীরে নিকট জমা দেন।
পরবর্তীতে কর্তিত সেই অংশটুকুও দলের ফান্ডে জমা হয়েছে কি না সে বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা নিশ্চিত নন। একইভাবে মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বন্যা দুর্গতদের সাহায্যের কথা বলে মোটা টাকা আদায় সত্ত্বেও সমুদয় অর্থ দলের ত্রাণ ফান্ডে জমা পড়েনি বলেও দাবি তাদের।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, দলীয় ত্রাণ ফান্ডের কথা বলে বিভিন্ন পর্যায় থেকে বিপুল অর্থ সংগ্রহ করা হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় নেতৃবৃন্দ নানা অজুহাতে সেসব অর্থের সিংহভাগ নিজেদের কাজে ব্যয় করেছে। তদন্ত কমিটি গঠন করে এমন আর্থিক অনিয়মের বিষয়টি খতিয়ে দেখার দাবি স্থানীয় পর্যায়ের এসব নেতাকর্মীর।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সোলায়মান কবীল বলেন, বুড়িগোয়ালীনির নেতৃবৃন্দ তার কাছে ১৫ হাজার টাকা হস্তান্তর করে। পরবর্তীতে তিনি জেলা বিএনপির আহবায়কের হাতে ওই টাকা পৌছে দিয়েছেন। উত্তোলনকৃত বাকি টাকা দলীয় অফিস খরচের জন্য রাখা ঠিক হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, বিভিন্ন মাধ্যমে বিষয়টি তার কানে এসেছে। সাধারণ সম্পাদকের সাথে কথা বলে তিনি বিস্তারিত জানাবেন। তবে অফিস খরচ বাবদ বন্যার্তদের জন্য সংগৃহীত টাকা ব্যবহারের ঘটনা জেনেও ব্যবস্থা না নেয়ার বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।