সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জে অবসরপ্রাপ্ত ৮০ শিক্ষককে একমঞ্চে বিদায় সংবর্ধনা

প্রতিবেদক
the editors
অক্টোবর ৭, ২০২৪ ৯:০৯ অপরাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিগত ১০ বছরে অবসর নেওয়া ৮০ শিক্ষককে আনুষ্ঠানিকভাবে এক মঞ্চে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সমিতির কার্যালয়ে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী।

স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার কবীর, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, উপজেলা হিসাবরক্ষণ অফিসার নাজিম উদ্দীন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোজাফফর উদ্দীন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার বিশ্বাস প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ ওমর ফারুক, নয়ন কুমার সাহা প্রমুখ।

এ সময় ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেয়া ৪৩ প্রধান শিক্ষক ও ৩৭ সহকারী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!