মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

খাসজমি বন্দোবস্ত দেয়ার নামে মোকছেদের কোটি টাকার বাণিজ্য!

প্রতিবেদক
the editors
অক্টোবর ৮, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে কথিত ভূমিহীন নেতা মোকছেদ আলীর কাছে জিম্মি হয়ে পড়েছে হাজারও মানুষ। সরকারি খাস খতিয়ানভুক্ত জমি বন্দোবস্ত পাইয়ে দেয়ার নামে প্রতারক এ ভূমিহীন নেতা হাজারও মানুষের থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

নানা অংকের অর্থ গ্রহণের পর এখন জমি চাইতে গেলে ভুক্তভোগী পরিবারগুলোকে নানাভাবে হয়রানি করার পাশাপাশি মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখাচ্ছেন তিনি। উপজেলার গাবুরা, পদ্মপুকুর, মুন্সিগঞ্জ, শ্যামনগর, বুড়িগোয়ালীনিসহ বিভিন্ন এলাকার অসংখ্য ভুক্তভোগীর সাথে কথা বলে এমন তথ্য মিলেছে।

ভুক্তভোগীসহ স্থানীয়দের থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, নকিপুর গ্রামের মৃত ছকিমউদ্দীনের ছেলে মোকছেদ আলী প্রায় তিন দশক আগে স্থানীয় একটি ভূমিহীন সমিতির সাথে জড়ানোর পর ভূমিহীন নেতায় পরিণত হন। এরপর মুষ্টিমেয় ভূমিহীন পরিবারের সাথে সখ্যতার সুযোগ নিয়ে তিনি নিজেকে উপজেলার ভূমিহীন কমিটির নেতা ঘােষণা দেন।

জানা গেছে, উপজেলার ভূমিহীন কমিটির সভাপতির পদ বাগিয়ে নেয়ার পর তর তর করে অবস্থার পরিবর্তন ঘটে মোকছেদের। সহকারী কমিশনার (ভূমি) এর দপ্তরসহ বিভিন্ন তশীল অফিসে যেয়ে ভূমিহীন সভাপতির সাইনবোর্ডকে কাজে লাগিয়ে তিনি একচ্ছত্র আধিপত্য কায়েম করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মোকছেদের জামাই ছিলেন আ’লীগ দলীয় সাবেক এমপি জগলুল হায়দারের পোষ্য ছেলে। দশম জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের ক্ষেত্রে সহযোগিতার কারণে কৃতজ্ঞতা স্বরূপ মোকছেদের জামাই সাবের মিস্ত্রিকে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চাকুরী দেয়া হয়।

এছাড়া পুলিশ পিটিয়ে আলোাচনায় আসা মোকছেদের গুনধর ছেলে রহমত আলীকে তৎকালীন এমপি আর্থিকভাবে স্বাবলম্বী করেন শুধুমাত্র মোকছেদ আলীর জগলুল প্রীতির কারণে।

একাধিক সূত্র জানায়, দীর্ঘ দুই দশকেরও বেশী সময় ধরে আ’লীগের লেজুড়বৃত্তি করার পর হঠাৎ পাল্টি খেয়েছে মোকছেদ ও তার পরিবার। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের পর রাতারাতি ভোল পাল্টে মোকছেদ এখন আওয়ামী বিরোধী সেঁজে বিএনপি জামায়াত দলীয় নেতাদের উপর ভর করেছে।

অভিযোগ উঠেছে, গত এক দশকে মোকছেদ অন্তত সাতশ পরিবারকে খাস জমি দেয়ার প্রতিশ্রুতিতে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। তবে এক টুকরো জায়গা দিতে না পারায় গত চার মাস পূর্বে উপজেলা সদরে পেয়ে জুতাপেটা করে ভুক্তভোগী নারীরা মোকছেদকে পুলিশের কাঝে হস্তান্তর করে। তবে মাত্র ২০/২২ দিন কারাভোগের পর জামিনে বাইরে এসে মোকছেদ পুরানো অপকর্ম শুরু করেছেন। নানা প্রলোভনে ফেলে অসহায় ও দারিদ্র্যপীড়িত পরিবারের থেকে নানা অংকের টাকা হাতিয়ে নিলেও কাউকে কোন জমি দিতে পারছে না।

আরও অভিযোগ উঠেছে, অন্যের বিরোধপূর্ণ জমি লোকজন নিয়ে দখল করে মোকছেদ ভূমিহীনদের কাছে বিক্রি করছে। তবে কাউকে কোনো কাগজপত্র না দিয়ে বরং নানাভাবে টালবাহানা করে পদে পদে টাকা হাতিয়ে নিচ্ছে। তবে সে প্রভাবশালী হওয়ায় অসহায় দরিদ্র পরিবারহুলো তার বিরুদ্ধে কিছু করতে পারছে না।

রওশানারা বেগম নামে গাবুরার এক নারী জানান, বাড়ির গাভী ও বাছুর বিক্রি করে খাস জমির জন্য ৭০ হাজার টাকা দিয়েছিলেন মোকছেদকে। কিন্তু চার বছর পার হলেও তাকে জমি দিতে পারেনি। এখন টাকা ফেরত চাইলে উল্টে ভয়ভীতি দেখাচ্ছে।

প্রায় অভিন্ন অভিযোগ করেন হালিমা, স্বর্নলতা ও মোসলেমাসহ আরও শত শত নারী। তারা জানান, একাধিক এজেন্ট দিয়ে মোকছেদ তাদের কাছে খাস জমি পাইয়ে দেয়ার প্রলোভন পাঠায়। এসময় একটু জমির লোভে পড়ে তারা কোন কোন ক্ষেত্রে স্বামীকে লুকিয়ে ৫০ থেকে এক লাখ এমনকি তার থেকে বেশী টাকা দিয়ে আজ সর্বশান্ত। টাকা ফেরত না দেয়ায় তাদের অনেকের সংসার পর্যন্ত ভেঙে গেছে বলেও দাবি করেন কয়েকজন নারী। তারা অবিলম্বেও প্রতারক মোকছেদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার আইনগত পদক্ষেপ নেয়ার দাবি জানান।

এসব বিষয়ে মোকছেদ জানায়, কাগজপত্র ঠিক করতে কিছু টাকা নেওয়া হয়। তবে সেসব টাকা অফিস পাড়ায় খরচ করতে হয়। কয়েকজনকে তিনি ইতোমধ্যে সরকারি জমি পাইয়ে দিয়েছেন দাবি করলেও অনেকে অপেক্ষমাণ তালিকায় রয়েছে বলেও জানান

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ে দেবহাটায় মেডিকেল ক্যাম্প

এমপি সেঁজুতির সাথে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাত

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল

নিজের ‘ক্রাশ’কে নায়ক হিসেবে পেলেন নায়িকা

বিনামূল্যে সেবা দিতে আসা ৫০ বিদেশি ডাক্তারকে জরিমানা, ক্ষুব্ধ মোমেন

ড. ইউনূস নিয়ে চিঠি প্রত্যাহার চায় সুপ্রিম কোর্ট বার

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ১৫

সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবহার হলে দেশ গরিব থাকবে না: উপদেষ্টা

চাকরির প্রথম দিনেই ঘুস নিতে গিয়ে গ্রেপ্তার সরকারি কর্মকর্তা

কালীগঞ্জের সুরত আলী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

error: Content is protected !!