সোমবার , ১৭ জুলাই ২০২৩ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ে দেবহাটায় মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
the editors
জুলাই ১৭, ২০২৩ ৭:০২ অপরাহ্ণ

দেবহাটা প্রতিনিধি: ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ে দেবহাটায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে উপজেলার প্রত্যন্ত জনপদ টিকেট কমিউনিটি ক্লিনিকে এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

দেবহাটার বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ার ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় এই ক্যাম্প আয়োজন ও রেফারেল’র মাধ্যমে বিনামূল্যে এলাকার কয়েকশ নারী ও পুরুষের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয়ে পরীক্ষা নীরিক্ষা করা হয়।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসকের দায়িত্ব পালন করেন আমেরিকেয়ার ফাউন্ডেশনের সমন্বয়কারী ডা. ইমতিয়াজ আহমেদ এবং ল্যাব টেকনোলজিস্টের দায়িত্বে ছিলেন নলতা হাসপাতালের আব্দুস সবুর। এসময় আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্যাহ আল আজাদসহ অর্থায়ন ও বাস্তবায়কারী প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!