মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

পাইকগাছায় ১৩০ মণ্ডপে হচ্ছে দুর্গা পূজা

প্রতিবেদক
the editors
অক্টোবর ৮, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ১৩০টি পূজা মণ্ডপে শারদীয় উৎসবে মেতেছে সনাতন ধর্মাবলম্বীরা। পাড়ায় পাড়ায় বিরাজ করছে খুশির আমেজ।

এবার পাইকগাছা পৌরসভায় ৬টি, ১নং হরিঢালী ইউনিয়নে ১৮টি, কপিলমুনি ইউনিয়নে ১৬টি, লতায় ৯টি, দেলুটিতে ১০টি, সোলাদানায় ১০টি, লস্করে ১৪টি, গদাইপুরে ৭টি, রাড়ুলীতে ১৮টি, চাঁদখালীতে ১টি ও গড়ইখালী ইউনিয়নে ১০টি মণ্ডপে পূজা প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভক্তরা জানান, ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবীদুর্গাকে বরণ করে নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। শরতের শিশির ভেঁজা কাঁশফুলই শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা দেয়। তাই দুর্গোৎসব ঘিরে নানা আয়োজনে ব্যস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সব ধর্ম ও শ্রেণির বাঙালির মধ্যেও।

আয়োজকদের ফরমায়েশ আর ডিজাইন অনুযায়ী গড়ে তোলা হয়েছে পূজামণ্ডপ।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) তুষার কান্তি দাশ জানান, উপজেলার মোট ১৩০টি পূজামণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। প্রয়োজনীয় নিরাপত্তা ও নিরাপদে শারদীয় দুর্গাপূজা পালনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!