বৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

১৯৫ কিলোমিটার গতিতে ফ্লোরিডায় আঘাত করেছে মিল্টন

প্রতিবেদক
star kids
অক্টোবর ১০, ২০২৪ ৪:৩৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: ভারী বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে আঘাত করেছে হারিকেন মিল্টন।

মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে মিল্টন ডাঙায় উঠে আসার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।
মিল্টন ফ্লোরিডার পশ্চিম উপকূলে সারাসোটা কাউন্টির সিয়েস্তা কি এলাকায় ভূভাগে আছড়ে পড়েছে।

মিল্টনের আঘাতে অঞ্চল্টিতে বড় রকমের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিবিসির লাইভ আপডেট জানাচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফ্লোরিডাজুড়ে ইতোমধ্যে ১১ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

সংশ্লিষ্ট অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য নিরাপদ এলাকায় কয়েক ডজন আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

এদিকে এমন সংকটময় পরিস্থিতিতেও লুটপাটের আশঙ্কা করছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যানটিস। তিনি বাসিন্দাদের আনুরোধ করে বলেছেন, লুটপাটের চিন্তাও করবেন না, ঘরেই থাকুন। এমন কাজ করলে পরে অবশ্যই পস্তাতে হবে।

এর আগে এই অঞ্চলে হারিকেন হেলেনের আঘাতে অন্তত ২২৫ জন প্রাণ হারিয়েছিলেন। এর মাত্র দুই সপ্তাহের মধ্যেই অঙ্গরাজ্যটি আবারও বড় ধরনের দুর্যোগের মুখে পড়ল।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!