ডেস্ক রিপোর্ট: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি স্টাফ রিপোর্টার আবুল কাশেমের শ্বশুর শেখ রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়াস্থ দাসপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার নামাযে জানাজা বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে শহরের উত্তর কাটিয়া আল-আজমির জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে কামালনগর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন দ্য এডিটরস এর সম্পাদক ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি।