শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাতক্ষীরায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

প্রতিবেদক
the editors
নভেম্বর ২, ২০২৪ ৪:৫৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি, আলোচনা সভা ঋণের চেক বিতরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে এসব কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা এফ এম সেলিম আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সদর উপজেলা সমবায় অফিসার মো. করিমুল হক, সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি আব্দুর রব ওয়ার্ছী প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্ধন সমবায় ও ঋণদান সমবায় সমিতির নির্বাহী পরিচালক মো. আলমগীর হোসেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক মোঃ মুর্শিদ আলম, মো. জাফর ইকবাল, মো. আশরাফ আলী, রাজিব প্রসাদ ঢালী, সুবির কুমার ঘোষ, কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, ভোমরা স্থল বন্দর ট্রান্সপোর্ট সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ লুৎফর রহমান মন্টু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা মোঃ মোখলেসুর রহমান প্রমুখ।

সভা শেষে সমবায়ে বিশেষ অবদানের জন্য একজন সমবায়ী ও ১১টি সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং ৬ জন দুগ্ধ খামারির মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমবায় অফিসের পরিদর্শক রাম প্রসাদ ঢালী।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!