সাতক্ষীরা জেলা গণফোরামের সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার দাবি জানানো হয়েছে।
শনিবার ইটাগাছা মোড়স্থ দলের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণফোরামের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলীনূর খান বাবুল।
বক্তব্য রাখেন গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন, সহসভাপতি ডা. মিজানুর রহমান, প্রভাষক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হাসান, কলারোয়া উপজেলার সাধারণ সম্পাদক ডা খোদাবক্স সরদার, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। একই সাথে নীরব চাঁদাবাজির শিকার সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে হবে।
সভায় আগামী ৩০ নভেম্বর গণফোরামের জাতীয় কাউন্সিল সফল করার আহবান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি