শনিবার , ২ নভেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শম্পা গোস্বামীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
the editors
নভেম্বর ২, ২০২৪ ৭:৩৭ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জের মোজাহার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রেরণার নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীকে হয়রানির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই মানববন্ধন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশ^জিৎ ঘোষ।

বক্তব্য রাখেন, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জি, জেলা গণফোরামের সভাপতি আলীনুর খান বাবুল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী প্রমুখ।

বক্তারা বলেন, শম্পা গোস্বামী অসহায় ও নির্যাতিত নারীদের কর্মদক্ষ করে গড়ে তুলতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু স্থানীয় একটি কুচক্রী মহল তাকে দিশেহারা করে তুলেছে। যা কোনোভাবেই কাম্য নয়।

বক্তারা তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে তাকে হয়রানি করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।

সর্বশেষ - জাতীয়