বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কয়রায় ৭ ফুট লম্বা অজগর উদ্ধার

প্রতিবেদক
the editors
নভেম্বর ৬, ২০২৪ ১১:৩৩ পূর্বাহ্ণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও সিপিজি সদস্যরা।

বুধবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে কয়রা সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের শ্মশান মন্দিরের মাঠ থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটি সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শ্মশান মন্দিরের মাঠ ঘেরা দেওয়া জালে অজগর সপটি আটকে থাকতে দেখেন। পরে তারা স্থানীয়দের খবর দেন। এরপর খবর দেওয়া হয় বন বিভাগ ও সিপিজি সদস্যদের। পরে তারা এসে সাপটি উদ্ধার করেন। ৭ ফুট দৈর্ঘ্যের অজগরটির ওজন প্রায় ১১ কেজি। সাপটি সুন্দরবন থেকে লোকালয়ে এসেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

শাকবাড়িয়া বন টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!