রবিবার , ১০ নভেম্বর ২০২৪ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শাহিনের সামনে এবার কপ ২৯, তুলে ধরতে চান উপকূলের দুঃখ-দুর্দশার কথা

প্রতিবেদক
the editors
নভেম্বর ১০, ২০২৪ ৯:৩৯ পূর্বাহ্ণ

সুলতান শাহাজান, শ্যামনগর: উপকূলে জন্ম, সাতক্ষীরার দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুরে বেড়ে ওঠা। ছোট বেলা থেকেই প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ শুরু। আইলা, আম্ফান, বুলবুলসহ অসংখ্য ঘূর্ণিঝড়ের সাক্ষী তরুণ জলবায়ু কর্মী এসএম শাহিন আলম দৌড়ে বেড়িয়েছেন উপকূলের এপ্রান্ত থেকে ওপ্রান্তে। উপকূলবাসীর দুঃখ-দুর্দশাকে নিজের মনে করেই কাজ করে গেছেন মানুষের কল্যাণে। কখনো ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাবার পানির ব্যবস্থা করেছেন, কখনো হাজির হয়েছেন শিশুদের জন্য পুষ্টিকর খাবার কিংবা খেলনাসামগ্রী নিয়ে। গর্ভবতী নারীদের জন্য করেছেন পুষ্টিকর খাবারের ব্যবস্থা। স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিয়েছেন উপকূলের অবহেলিত কিশোরীদের কাছে। উচ্চ কণ্ঠে তুলে ধরার চেষ্টা করেছেন জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা উপকূলবাসীর কথা। পরিচিত হয়ে উঠেছেন ‘উপকূল এক্সপ্রেস’ হিসেবে।

কৈশোর পেরিয়ে সেই ছোট্ট শাহিন এখন যৌবনে পা রেখেছেন। বেড়েছে তার কর্মপরিধিও। এরই অংশ হিসেবে শাহিন আলম এবার অংশ নিতে যাচ্ছেন কপ-২৯ এ। আগামী ১১ থেকে ২২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৯ এ অংশ নিয়ে জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা উপকূলের মানুষের কথা তুলে ধরতে চান শাহিন।

উপকূলের অস্বাভাবিক পরিবেশই নিজেকে একজন জলবায়ু কর্মী হিসেবে গড়ে তুলেছে উল্লেখ করে শাহিন আলম বলেন, এটা উপলব্ধি করতে পারি যে আমরা নিজেরা না দাঁড়ালে কেউ আমাদের পক্ষে লড়বে না।

তিনি বলেন, এটা শুধু একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ নয়, বরং দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার সংকটের গল্প বিশ্ববাসীর সামনে তুলে ধরার একটি বিরাট সুযোগ।

পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর ঢাকা বিভাগীয় সমন্বয়কারী ২৩ বছরের তরুণ শাহিন জানান, জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরা উপকূলীয় অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে উঠছে। এটা এখন বাঁচা-মরার লড়াই।

শাহিন বলেন, এই সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে আমাদের পরিস্থিতির কথা তুলে ধরবো। দাবি একটাই- উন্নত দেশগুলো যেন তাদের অতীতের ভুলগুলোর মাশুল আমাদের উপরে চাপিয়ে না দেয়।

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের ব্যাজ নিয়ে ন্যাচার কনজার্ভেশন ম্যানেজমেন্টের (ন্যাকম) অর্থায়নে কপ-২৯ এ অংশ নিতে যাওয়া শাহিন আলম গণ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী। ছোটকাল থেকে করেন লেখালেখিও।

পরিবেশ, জলবায়ু ও উপকূল সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই সরব শাহিনের স্বপ্ন উপকূলের শিশুরা জন্মের পর থেকেই যাতে মৌলিক অধিকারের নিশ্চয়তা পায়, উপকূলের মানুষকে যেন আর বাস্তুচ্যূত না হতে হয়।

শাহিন আলম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন, যা উপকূলীয় জনগোষ্ঠীকে আশার আলো দেখাবে। তাঁর প্রত্যাশা, উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুত অনুদান এবং সহায়তা নিশ্চিত করবে। একই সাথে উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণের হার কমিয়ে শূন্যে আনতে হবে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!