ডেস্ক রিপোর্ট: তালা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক রিপন ইসলাম তার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে তালা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রিপন ইসলাম বলেন, সম্প্রতি কয়েকটি আঞ্চলিক দৈনিক ও অনলাইন পোর্টালে ‘ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল শেষে প্রেসক্লাবে তালা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। যা আদৌও সত্য নয়।
তিনি আরও বলেন, তালায় ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল শেষে আমি ও আমার সহকর্মীরা বাড়িতে চলে যায় এবং বিকালে তালা প্রেসক্লাবে সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের রোগ মুক্তি কামনায় তালা প্রেসক্লাবে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করি। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামে মিথ্যা বানোয়াট নিউজ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সৈকত, ৭নং ইসলামকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মফিজুল ইসলামসহ তালা সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।