উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে উপকূলের টেকসই উন্নয়ন ও সুরক্ষার দাবিতে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সুন্দরবন প্রেসক্লাবে উপকূল দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা লিডার্স এই সভার আয়োজন করে।
সভায় উপকূল এলাকার পরিবেশগত বিপর্যয় রোধ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় জনগণের টেকসই জীবনমান নিশ্চিত করার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো।
সভায় ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বর্মন, লিডার্সের প্রোগ্রাম অফিসার এ বি এম জাকারিয়া, ইউপি সদস্য নিপা চক্রবর্তী, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক প্রমুখ।
লিডার্সের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রনজিৎ কুমার বর্মন বলেন, সঠিক পরিকল্পনা ও
কার্যকরী উদ্যোগের মাধ্যমে উপকূলীয় এলাকার সুরক্ষা সম্ভব। উপকূলবাসীর জীবনমান উন্নয়ন, কৃষি ও মৎস্য খাতের টেকসই উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। তিনি উপকূলের সংকট নিরসনে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করার দাবি জানান।
পরে মানববন্ধন অংশ নেন স্থানীয়রা। এসময় উপকূলের মানুষের অধিকার রক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।