কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে মালবাহী কার্গো জাহাজের সাথে সংঘর্ষে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ জেলে নুর ইসলামের মরদেহ উদ্ধার হয়েছে।
নুর ইসলাম (৪৮) উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের শেখসরদার পাড়া গ্রামের জব্বার শেখের ছেলে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে সুন্দরবনের নলবুনিয়া খাল হতে তার মরদেহ উদ্ধার করে বন বিভাগের সদস্যরা। এর আগে ২৫ নভেম্বর গভীর রাতে সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ বজবজা টহল ফাঁড়ির ঝপঝুপিয়া নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ হন।
বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।