আলী আজীম, মোংলা (বাগেরহাট): দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির অন্যতম লাইফলাইন মোংলা সমুদ্রবন্দরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১লা ডিসেম্বর) এ উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িযে দিবসের শুভ সূচনা করেন।
পরে বন্দরে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩২ জন কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও মোংলা বন্দর ব্যবহারকারী হিসেবে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ২৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া, সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান, পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ, মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান, সহকারী জনসংযোগ কর্মকর্তা মো: মনিরুল ইসলাম প্রমুখ।
এর আগে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রাত ১২টা ০১ মিনিটে বন্দরে অবস্থানরত দেশী, বিদেশী সকল জাহাজে এক মিনিট বিরতিহীন হুইসেল বাজানো হয়।