কয়রা (খুলন) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার ২নং কয়রা গ্রামের মৃত আব্দুল হক শেখের ছেলে জাহাঙ্গীর কবির টুলু শেখ (৪৯) বাদী হয়ে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন, কয়রা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কাজল (৩৬), কয়রা কপোতাক্ষ কলেজের সাবেক সভাপতি ইখতিয়ার উদ্দীন হিরো (৩২), সুশান্ত (৩২), শহিদুল (৩৭), দিদার (৩৬), মিজানুর রহমান (৪৫), শাহিন শেখ (৩৮)ম কোহিনুর ঢালী (৪০)ম মিন্টু সানা (৪১)সহ আরো অজ্ঞাত ২০-২৫ জন।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিদের কাজই ছিল নিরীহ বক্তিদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়, অন্যের জমি জবর দখল, অস্ত্রের মুখে অবৈধ বল প্রয়োগ করে টাকা ও সম্পত্তি আদায় এবং এলাকা ছাড়া করা। আসামিরা পরিকল্পিতভাবে বাদীর কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। বিভিন্ন দফায় তাদের দাবিকৃত চাঁদা প্রদান করলেও আসামিদের চাঁদার দাবি দিন দিন বাড়তে থাকে। এক পর্যায়ে চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আসামিরা ১০/০৬/২০১২ তারিখে আগ্নেয়াস্ত্র, ধারালো দা, কাটারি, লোহার রডসহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে তাকে মারপিট করে অপহরণপূর্বক মোটর বাইকে জোরপূর্বক তুলে তাদের আস্তানায় নিয়ে আসে।