রবিবার , ৮ ডিসেম্বর ২০২৪ | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার পক্ষ উপলক্ষে উঠান বৈঠক

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ৮, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ

‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার পক্ষ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) মহিলা বিষয়ক অধিদপ্তরের সহায়তায় সৃজনী লোক কেন্দ্র ও আশা লোক কেন্দ্রের আয়োজনে শহরের উত্তর কাটিয়ায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, রুপা মিত্র, হাফিজা বেগম, নাসিমা আকতার প্রমুখ।

বক্তারা নারী ও শিশু নির্যাতন বন্ধে আইনের যথাযথ প্রয়োগসহ জনসচেতনতার প্রতি জোর দিয়ে বলেন, সাতক্ষীরায় বাল্য বিবাহ আশংকাজনক হারে বেড়ে গেছে। যা বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলির কার্যকর ভূমিকা প্রয়োজন। বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। নারী নির্যাতনের কোন ঘটনা ঘটতে দেখলে বা শুনলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে জানানো এবং জন প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!