কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে নানা আয়োজনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জের সোহরাওয়ার্দী পার্কে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু ফরহাদ সাদ্দামের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মুজাফফর হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নুরুজ্জামান প্রমুখ।