ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে রাজা হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই আসামি হলেন, ডুমুরপোতা গ্রামের আজহারুল সরদারের ছেলে রমিজুল ইসলাম (২৭) ও একই গ্রামের নুর ইসলাম সরদারের ছেলে ইমরান সরদার (৩২)।
তাদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর রাতে মানিকখালী ব্রিজ সংলগ্ন ঘেরের বাসা থেকে মোঃ রাশেদ সরদার রাজার লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের প্রতিবেদনে দেখা যায় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রাজা’র মা লিপি খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।