ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাতক্ষীরা রেল লাইন প্রকল্প, সাতক্ষীরা-কালিগঞ্জ-ভেটখালী সড়ক উন্নয়ন প্রকল্প, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন, পাবলিক বিশ^বিদ্যালয় স্থাপন ও ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।
একই সাথে সাতক্ষীরা কলেজ রোড সংস্কার ও জলাবদ্ধতা দূরীকরণে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
শনিবার (১১ জানুয়ারি) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও নাগরিক কমিটির আহবায়ক অ্যাড.আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর দিলারা বেগম, মানবাধিকার কর্মী পবিত্র মোহন দাস ও মাধব চন্দ্র দত্ত, সংগীতশিল্পী আবু আফফান রোজ বাবু, স্বপন শীল, আলী নুর খান বাবুল, রুবেল হোসেন, জহরুল কবির, শেখ রবিউল ইসলাম রবি, আব্দুস সামাদ, মফিজুর রহমান, অ্যাড. মুনির উদ্দীন, এ কে আজাদ কালাম প্রমুখ।
বক্তারা জেলা নাগরিক কমিটি ঘোষিত ২১ দফা বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেন।