মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্দিষ্ট ব্লু সিট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের নিচতলায় অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক এই ঘোষণা দেওয়া হয়।
এ প্রসঙ্গে সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম জানান, ১৬ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, এবিষয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের সাথে বৈঠক করা হয়েছিল। কিন্তু আইনজীবী সমিতির ব্লু সিট ব্যবহারের বিষয়ে কোন সিদ্ধান্ত না দেওয়ায় আইনজীবী সমিতি আদালত বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করে।