কালিগঞ্জ প্রতিনিধি: উন্নয়ন প্রকল্পে দুর্নীতি নির্মূল করে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। দুর্নীতি রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও প্রতিরোধ ছাড়া দুর্নীতি রোধ করা সম্ভব না। দুর্নীতির কারণে দেশের অনেক মেগা প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমার বাবা আমার কাছে পীরের মতন হলেও আমার সন্তানের কাছে কিছু না। এ কারণে আমার জন্মস্থান এই খড়িতলা গ্রামে নিজস্ব জায়গায় সবার জন্য একটি কবরস্থান এবং যাকাত ফাউন্ডেশন এর অর্থায়নে সুপেয় পানির প্রকল্প ছাড়াও এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবার জন্য একটি কমিউনিটি চিকিৎসা সেবা কেন্দ্র তৈরি করে দিয়েছি। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চকদড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যাকাত ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত সুপেয় পানির প্রকল্প উদ্বোধন ও স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব ড. মোঃ আব্দুর রশিদ এসব কথাগুলো বলেন।
কালিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, সাতক্ষীরার ৫টি আসনের পরিবর্তে ৪টি আসনে ভাগ করে কালিগঞ্জ-শ্যামনগরকে দ্বি-খণ্ডিত করায় কালীগঞ্জে কোন উন্নয়ন হয়নি। অচিরেই ৫টি আসন পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
বক্তারা আরও বলেন, সুন্দরবনভিত্তিক পর্যটন শিল্পের বিকাশে শ্যামনগর-কালিগঞ্জ-সাতক্ষীরা মহাসড়ক দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলতে হবে। মুন্সিগঞ্জ থেকে নাভারন পর্যন্ত রেললাইন নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য বসন্তপুর নৌবন্দর পুনঃস্থাপন করতে হবে। উপজেলার লবণাক্ত ১২টি ইউনিয়নে সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সাতক্ষীরা তথা প্রতিটি উপজেলায় দুর্নীতি রোধ করার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র প্রশাসন দিয়ে দুর্নীতি, মাদক, জুয়া, চোরাচালান, ঘুষ বন্ধ করা যাবে না। নিজ নিজ জায়গা থেকে প্রত্যেককেই প্রতিরোধ এবং প্রতিবাদের মাধ্যমে সমাজ থেকে এই ঘৃণিত কাজ দূর করতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় কোন মাদক ব্যবসায়ী চোরাচালানী থাকলে তাকে ধরে আইনি সোপর্দ করতে হবে। প্রতিটি অফিসে ঘুষ, দুর্নীতি বন্ধ করার জন্য জনগণকে এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের সব ক্ষেত্র দুর্নীতি মুক্ত হবে। আমাদের দেশে বর্তমান যে অবস্থা তাতে একজন এমপি হলে জনগণ বলে দুর্নীতিবাজ আর একজন চেয়ারম্যান হলে জনগণ বলে চাল, গম চোর।আমাদের এ থেকে বেরিয়ে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আর এই পরিবর্তন ডিসি, এসপি, ইউএনও, ওসি, এসিল্যান্ডের পক্ষে একা করা সম্ভব না। সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে।
অনুষ্ঠানে কালিগঞ্জের সহকারী কমিশনের (ভূমি) অমিত কুমার বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও কালিগঞ্জ থানা বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, শিক্ষক মিলন হোসেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ছাত্র সমন্বয়ক রাকিবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি দুস্থদের মাঝে কম্বল এবং পানির ট্যাংক বিতরণ করেন।