বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

আশাশুনিতে নবান্ন উৎসব

প্রতিবেদক
the editors
নভেম্বর ১৬, ২০২৩ ৭:০৮ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে নতুন ধান কর্তন, পিঠা পুলি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্যদিয়ে নবান্ন উৎসব-২০২৩ উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আশাশুনি সদর ইউনিয়নের বড় দুর্গাপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ন্যাজ্যারিন মিশনের সহযোগিতায় আশাশুনি উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর।

উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মিসেস রনি আলম নূর।

স্বাগত বক্তব্য রাখেন, বিআরসিসিএপিএসএল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফ্রান্সিস মিঠুন সরকার। উপসহকারী কৃষি অফিসার সুকদেব কুমার সাধুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আঃ রকিব, বাংলাদেশ ন্যাজ্যারিন মিশনের কৃষিবিদ ইমরুল হাসান, ট্রেনিং অফিসার মাইকেল বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নবান্ন উৎসব উপলক্ষে কৃষক বিশ্বনাথ দাশের ক্ষেতের নতুন ধান কর্তন করা হয়।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষা অফিসার আঃ রকিবের নেতৃত্বে সংগীত শিল্পী মুন্নাহার পারভিন, বিশাখা মন্ডল, অমৃতা চক্রবর্তী, আঞ্জুমান আরা ও ছন্দা মন্ডল সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে হরেক রকমের পিঠা পরিবেশন করা হয়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!