মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

ডি.বি. হাইস্কুলের শিক্ষক মুকুলের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ

প্রতিবেদক
the editors
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিট ও হামলার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এবং সাতক্ষীরা-আশাশুনি সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ জানান, সকালে বিদ্যালয়ে আসার পথে প্রধান শিক্ষক মমিনুর রহমান মুুকুলের উপর কয়েকজন ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। এঘটনা জানাজানি হওয়ার পর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে। এ ঘটনায় ভুক্তভোগী প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!